বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে আজ রোববার (২৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালটিতে চারটি ইউনিটে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু রোগীদের জন্য সাধারণ ওয়ার্ডে ৬০টি বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষের জন্য ৩৮টি ও নারীদের ২২ বেড রাখা হয়েছে। এছাড়া থাকছে ১৭ বেডের আইসিইউ ইউনিট। চাহিদা অনুযায়ী বেড আরও বাড়ানো হবে।

চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (২২ অক্টোবর) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত এ রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১১২ জনের মৃত্যু হলো।

শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৯২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ২৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৩ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৭৬ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৬ হাজার ৫১৩ জন রোগী।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, অনেকে ভালো চিকিৎসার জন্য ঢাকায় আসেন। তবে আমি মনে করি রোগীরা কিছুটা ভয় পেয়েও ঢাকায় আসেন। যেমন ফরিদপুর, চাঁদপুরসহ দেশের সব সরকারি হাসপাতালে ডাক্তার আছেন, তারা ডেঙ্গু সম্পর্কে জানেন। ঢাকার মধ্যে ডেঙ্গু চিকিৎসার জন্য যে গাইডলাইন আছে, ঢাকার বাইরের জন্য ঠিক একই রকম গাইডলাইন দেয়া আছে। এটাই যদি আমরা ভালোভাবে ফলো করি, তাহলে ঢাকামুখী রোগীর সংখ্যা কম হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ