আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. যাহিদ হোসেন।
এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
বিমানের এমডি যাহিদ জানান, লিখিত পরীক্ষা শুরুর আগেই তা স্থগিত করা হয়। এ নিয়ে গোয়েন্দারা তদন্ত করছেন। কোনো বিমানকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
চাকরিপ্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়েল), জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়েল), জুনিয়র ইলেক্ট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় তাৎক্ষণিকভাবে তা স্থগিত করা হয়েছে।
-এসআর