আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে বিনা টিকিটে ভ্রমণের কারণে ট্রেনের ১৬৫ যাত্রীকে ৫৭ হাজার ৭৪০ টাকা জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনগত রাত সোয়া ৪টার দিকে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসে এ অভিযান চালানো হয়।
বিনা টিকিটে ভ্রমণের দায়ে ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেনের ১৬৫ যাত্রীকে জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে দাপ্তরিক কাজ শেষে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী ফিরছিলাম। ট্রেনে কমলাপুর থেকে খুব বেশি যাত্রী না থাকলেও আসতে আসতে প্রচুর যাত্রীর দেখা মেলে। ট্রেন তখন রাজশাহী পৌঁছানোর কাছাকাছি। যাত্রীদের মহাচাপ। সন্দেহ হলে পরে রাজশাহী আসার আগ মুহূর্তে আবার টিকিট চেক করা হয়। সে সময় টিকিটবিহীন মোট ১৬৫ যাত্রী পাওয়া যায়। যাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ৫৭ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়েছে।’
জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান রেলের এ কর্মকর্তা।
-এসআর