বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

করোনায় একদিনে ৬ মৃত্যু, শনাক্ত ২৮৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত এক দিনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই সময়ে ৬ রোগীর মৃত্যু হয়েছে। তবে শনাক্ত রোগীর সংখ্যা তিনশর নিচে নেমেছে।

স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২০টি নমুনা পরীক্ষা করে ২৮৭ জন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের।

দৈনিক শনাক্তের হার সামান্য বেড়ে ৬ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ৬ দশমিক ৯২ শতাংশ ছিল।

মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জনে।

গত একদিনে ৫৫৪ জন কোভিড রোগীর সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ