বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের বার্তা শিগগিরই ঢাকাকে পৌঁছে দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার জান্তা সরকার চীনকে চিঠি দিয়ে ঢাকার কাছে সাক্ষাতের সময় চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সংক্রান্ত নেইপিদোর বার্তা চীন শিগগিরই ঢাকাকে পৌঁছে দেবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ সোমবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে, এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আলাপ হয়নি বলেও জানান।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানান, তারা নেইপিদো থেকে চিঠি পেয়েছেন। এরপর তিনি এ বিষয়ে আলাপ করতে ঢাকার কাছে সময় চান। পররাষ্ট্র মন্ত্রণালয়ও আলোচনার জন্য সময় দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ