আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিব মকবুল হোসেন বলেছেন, এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি জানি না আমাকে কেন অবসরে পাঠানো হলো। মানুষকে ফাঁসি দিলেও তো একটা ট্রায়াল হয়। কিন্তু আমি জানি না, কোন কারণে আমার বিষয়ে এ সিদ্ধান্ত।
আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক অনির্ধারিত মতবিনিময় সভায় নিজের অনুভূতি প্রকাশ করে এসব কথা বলেন মকবুল হোসেন।
গতকাল রোববার অবসরে মকবুল হোসেনকে অবসরে পাঠিয়েছে সরকার।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনদিন নীতিনৈতিকতার বাইরে কোনো কাজ করিনি। যতদিন বেঁচে আছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বেঁচে থাকব। আমার অবসর সরকারের সিদ্ধান্ত। নিয়মের মধ্যেই সব হয়েছে।
-এটি