আওয়ার ইসলাম ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, অগ্নি দুর্ঘটনায় সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডার (টিটিএল) সংযোজন নতুন মাত্রা যোগ করবে। অগ্নিনির্বাপণে এটি আরও সহায়ক হবে।
রোববার (১৬ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডার (টিটিএল) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, একদশক আগেও ২০৪টি স্টেশন ছিল, বর্তমানে ৪৯০টি ফায়ার স্টেশন রয়েছে। নতুন প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৭৩৫টি।
তিনি বলেন, বর্তমানে দেশে ১৪ হাজারের বেশি জনবল নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই সংখ্যা ৩১ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
-এএ