বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

পাকিস্তান সফররত শায়খ আহমাদ বিন ইউসুফ অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক কিরাত সম্মেলনে যোগ দিতে বর্তমানে পাকিস্তান অবস্থান করছেন ‘আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা’র (ইক্বরা) প্রেসিডেন্ট ও ‘মা’হাদুল কিরাত বাংলাদেশে’র পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। তিনি হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাকে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ শনিবার রাতে শায়খের অফিসিয়াল ফেসবুক থেকে এ বিষয়টি জানা যায়।

জানা যায়, গত তিনদিন যাবৎ ঠান্ডা জনিত অসুস্থতায় ভুগছেন তিনি। এখন অক্সিজেন নিতে হচ্ছে তার। একইসাথে নেবুলাইজারও দেয়া হচ্ছে তাকে। এ পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের শীর্ষ এই কারী।

ফেসবুক পেজে শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি পোস্ট দেয়া হয়, তাতে লেখা হয়েছে, ‘প্রিয় কুরআনের আশেকগণ, আপনারা অবগত আছেন, পাকিস্তান সফর কালীন বিগত তিনদিন যাবৎ শাইখ আহমাদ বিন ইউসুফ হাফিঃ আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা জনিত অসুস্থতায় ভুগছেন।

এই অবস্থার কিছুটা উন্নতি দেখা দিলেও দীর্ঘ সফরের কারণে বর্তমানে শায়খের অবস্থা পূর্বের চেয়ে কিছুটা অবনতির দিকে। শ্বাসকষ্ট, অনবরত কাশি ও গলায় ইনফেকশনের কারণে শায়খ প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। বর্তমানে তিনি পাকিস্তানের আয়োজক কমিটির তত্ত্বাবধানে চিকিৎসারত আছেন এবং শায়খ দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন শায়খকে সহিহ-সালামতে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। এবং সুস্থ করে কুরআনের মেহনতে কবুল করেন। আমিন।’

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া পাকিস্তানের একাধিক কিরাত সম্মেলনে যোগ দিতে শায়খ আহমাদ বিন ইউসুফ ৩০ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। এই সফরে বিশ্বখ্যাত এই কারীর করাচি, ইসলামাবাদ, পেশাওয়ার, রাওয়ালপিন্ডি, মুলতানসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশে অনুষ্ঠেয় একাধিক আন্তর্জাতিক কিরাত সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।

তিন সপ্তাহের দীর্ঘ এ সফর শেষে কারী আহমাদ বিন ইউসুফ আগামী ১৯ অক্টোবর দেশে ফিরবেন বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ