আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গরে একটি মাদার ভেসেলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়া এমভি সুলতান সানজা’ জাহাজের নিখোঁজ ৬ জনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এতে নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, বুধবার (১২ অক্টোবর) বিকেলে দুই জাহাজের সংঘর্ষে এমভি সুলতান নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। পরে খবর পেয়ে কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় নিখোঁজ হন ৬ জন। এর মধ্যে আজ সকালে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনকে উদ্ধারে কোস্টগার্ড কাজ করছেন।
এদিকে র্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনের সন্ধানে নৌ পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন, সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় এফভি মাগফেরাত নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।
-এটি