আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, শিক্ষা যদি সমাজ পরিবর্তনের মাধ্যম হয় তবে সেই মাধ্যমের অন্যতম উৎস হল শিক্ষক সমাজ। শিক্ষক সমাজকে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রেখে শিক্ষার প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।
উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া বাংলাদেশে আজও ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের অধিকার আদায়ে পথে নামতে হয়। বোনাস বৈষম্যে দূরীকরণে শিক্ষকদের কলম ধরতে হয়,বারবার আকুতি জানাতে হয়। এভাবে চলতে থাকলে মেধাবীরা শিক্ষকতার পেশা থেকে মুখ ফিরিয়ে নিবে।
এজন্য শিক্ষাব্যবস্থার উন্নয়নের পূর্বে শিক্ষক সমাজকে সামাজিক, অর্থনৈতিকভাবে মজবুত করার পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
আজ ৫ অক্টোবর বুধবার জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ও শিক্ষক সমাজের প্রত্যাশা" শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি উপর্যুক্ত কথা বলেন।
সংগঠনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর-এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাও এবিএম জাকারিয়া, সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মু আল-আমীন, অর্থ সম্পাদক একে আজাদ, নগর দক্ষিণের সেক্রেটারি মুফতি সাঈদ আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
-এটি