বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিদ্যুৎ খাতে লেজেগোবরে অবস্থা: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শতভাগ বিদ্যুৎতায়ন, লোডশেডিং হারিয়ে গেছে, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ, এসব বড় বড় চটকদার কথা কম বলে এদেশের গণ মানুষের প্রকৃত নাগরিক সেবা নিশ্চিত করার আহবান জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

গতকালের নজীর বিহিন বিদ্যুৎ বিপর্যয়ে দেশের জন জীবনের যে সীমাহীন ক্ষতি হয়েছে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্তকরতে গিয়ে নেতৃদ্বয় উপরোক্ত কথা বলেন।

আজ গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, লোডশেডিং এখন গ্রামে ভয়াবহ অবস্থায় পৌছেছে, শতভাগ বিদ্যুতায়নের নামে এখন সারাদেশে বিদ্যুৎ থাকেন। শহরে প্রতিদিন ভয়াবহ মাত্রার লোডশেডিংয়ে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, জিনিস পত্রের দাম বাড়ছে, লেখা পড়ায় বিরূপ প্রভাব পড়ছে।

অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জবাবদিহি করে আশু পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন, নইলে জনগণ এর কড়া জবাব দিতে ভুল করবে না।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ