আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং এ দেশে নিযুক্ত সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
নিজ বাসভবনে আজ রোববার সকালে এই বৈঠকে ইইউয়ের পক্ষে নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।
আর জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন- দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষদূত মাসরুর মওলা।
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ সামাজিক ও অর্থনৈতিক নানা বিষয় আলোচনা হয়েছে।
-এএ