আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরীমকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল দুহাইলান।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার সৌদি দূতাবাসে হাফেজ সালেহ আহমেদ তাকরীম ও তার শিক্ষককে দূতাবাসে স্বাগত জানান রাষ্ট্রদূত।
বাংলাদেশের আলেম ও হাফেজদের প্রশংসা করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল দুহাইলান। তিনি আশা প্রকাশ করেন সামনের দিনে আরও বেশি সংখ্যক বাংলাদেশি হাফেজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেবে।
গত ২১ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। সেখানে তাকরিমের হাতে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
-এসআর