বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

বিএনপি-যুবলীগের পাল্টা কর্মসূচি, ধানমন্ডিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় যুবলীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এই এলাকায় কাউকেই সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এহসানুল ফেরদৌস জানান, একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশের ডাক দেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাউকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ ডেকেছিল। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। এর এক ঘণ্টা আগে দুপুর দুইটায় একই স্থানে যুবলীগেরও একটি সমাবেশ হওয়ার কথা ছিল।

ইতোমধ্যে উভয় পক্ষকেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানান, রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কায় সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।

বিএনপি ও যুবলীগ পুলিশের কাছে মৌখিকভাবে সমাবেশের অনুমতি নিয়েছিল। তাই মৌখিকভাবেই তাদের সমাবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ