আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে ফিরতে শুরু করেছেন।
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনের উদ্দেশে যাত্রা করেছেন। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
সোমবার প্রথম ফ্লাইটটি কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে। আগামী ১০ ও ২৪ অক্টোবর ঢাকা থেকে আরও দুটি চার্টার্ড ফ্লাইটে কুনমিংয়ে ফিরবেন শিক্ষার্থীরা। আর ২৮ সেপ্টেম্বর, ১২ ও ২৬ অক্টোবর ঢাকা থেকে গুয়াংজুতে ফিরবেন।
চার্টার্ড ফ্লাইটে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী চীনে ফিরতে পারবেন। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের এক বৈঠকে কোভিড-১৯ এর কারণে চীন থেকে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
-এসআর