আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও আমাদের নৌপথ নিরাপদ নয়।
আজ রোববার (২৫ সেপ্টেম্বর ) রাতে এক শোকবার্তায় এ কথা বলেন জাপা চেয়ারম্যান।
গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, শারদীয় দুর্গা উৎসবের আগে নৌকাডুবিতে একইসঙ্গে সনাতন ধর্মের অনেকের মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না। নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে, দেখার যেন কেউ নেই।
তিনি বলেন, তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে আজ রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শতাধিক যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এতে সর্বশেষ ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
-এসআর