শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

দুই মাস পর ফের লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীয়তপুরের সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে দুই মাস বন্ধ থাকার পর আবার লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় এ ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোট শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে প্রথম দিনে অনেকটা যাত্রী শূন্য বলা চলে।

ঘাট সূত্রে জানা যায়, গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হয়। ২৬ জুন যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়। তবে উদ্বোধনের আগের দিন গত ২৪ জুন থেকে সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে ফেরি, লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ পুনরায় লঞ্চ ও স্পিডবোট চালু হওয়ায় মালিক, চালক, যাত্রী, হকার ও ঘাটের ব্যবসায়ীরা অনেক খুশি।

সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটের (লঞ্চ) ইজারাদার মোকলেছ মাদবর বলেন, প্রতিদিন এ ঘাট দিয়ে লঞ্চে হাজারও মানুষ পার হতো। পদ্মা সেতু চালু হওয়ায় পর ঘাটে লঞ্চ চলাচল দুই মাস বন্ধ ছিল। তাই ঘাটের লঞ্চ, স্পিডবোটসহ অন্যান্য চালক ও কর্মচারীরা বেকার হয়ে পড়ে। পাশাপাশি আমাদের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ছিল, তাও বন্ধ হয়ে যায়। আমাদের ইনকামও বন্ধ হয়ে পরে।

তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ‘সেতু নেভিগেশন কোং এম এল’ নামের লঞ্চটি ১০ জন যাত্রী নিয়ে সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট থেকে মাওয়া শিমুলিয়া ঘাটে ছেড়ে যায়। ঘাটটি আবার প্রাণ ফিরে পেয়েছে। আমাদেরও আয়ের পথ হয়েছে। তবে ২০টি লঞ্চ ও ২৪ টি স্পিড বোট প্রতিদিন চলবে এই ঘাট দিয়ে। তবে আগামীকাল সকাল ৭টা থেকে লঞ্চ চলবে প্রতিনিয়ত।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ