সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

আল্লামা বোখারীর ইন্তেকালে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নুরুদ্দীন তাসলিম।।

ইন্তেকাল করেছেন চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী। দুর্যোগ-প্রতিকুলতার সময়ে এমন খবরে শোক ছেয়ে গেছে আলেম সমাজ ও ধর্ম-প্রাণ মানুষের মাঝে। আবারো একজন অভিভাবক হারালো জাতি।

আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালেল খবরে শোক জানিয়েছে  বর্ষীয়ান আলেম, জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরির মুহাদ্দিস, লেখক ও গবেষক আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, বোখারী সাহেব আমার শিক্ষক। হযরতের ইন্তেকালে আমি শোকাভিভূত। জীবনের ৫০ বছর তিনি হাদীসের খিদমত করেন। তিনি তাহাভি, তিরমিজি ও বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন।

এছাড়া তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, জাতি একজন মুরব্বি, হাদীস বিশেষজ্ঞ হারালো। আমি তার রূহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সাহিত্যিক ও সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ। নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন, চট্টগ্রাম ঐতিহ্যবাহী পটিয়া মাদ্রাসার মহাপরিচালক হযরতুল আল্লাম আব্দুল হালিম বোখারী সাহেব আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

বর্ষীয়ান এই আলেমেদ্বীনের ইন্তেকালে শোক প্রকাশ করে এক দীর্ঘ ফেসবুক পোস্টে ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম, গভীর জীবন দর্শন ও নিরলস শ্রমের এক অবিস্মরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, আল্লামা আব্দুল হালীম বোখারী সাহেব রহ, রফীকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন । إنا لله وإنا إليه راجعون

দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, মাখদুমুল উলামা আল্লামা বুখারী রহ, দীর্ঘ কর্মজীবনে নিজের মেধা, শ্রম, কর্মচিন্তা আর সৃষ্টিশীলতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন । তাঁর দায়িত্ববোধ, গভীর জীবন দর্শন ও উম্মাহর প্রতি দায়বদ্ধতা অবিস্মরণীয়।...

লন্ডন প্রবাসী আলেম মাওলানা মাহমুদুল হাসান নিজের ফেসবুকি পোস্টে শোক প্রকাশ করে জানিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই অপ্রত্যাশিত ও আকস্মিক সংবাদ পেয়ে মনটা বিষণ্ণ হয়ে গেল। আমাদের অত্যন্ত প্রিয় উসতাজ, শায়খ ও মুরুব্বি— আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী সাহেব হুজুর মাওলার ডাকে সাড়া দিয়েছেন।

অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা সাইমুম সাদী লিখেছেন, পটিয়া মাদরাসার পরিচালক আল্লামা আব্দুল হালীম বুখারী সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হজরতকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন।

আরবি ভাষার শিক্ষক মাওলানা মহিউদ্দীন ফারুকী বলেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পটিয়ার সম্মানিত মুহতামিম আল্লামা শাহ আব্দুল হালীম বোখারী সাহেব ইন্তেকাল করেছেন।

এছাড়াও শোক জানিয়েছেন আরো অনেকে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ