শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান' বইয়ের মোড়ক উন্মোচন ২৫ নভেম্বর ‘আলেমদের নেতৃত্বেই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব’ বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের সমাবেশ শনিবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আলেম রাজনীতিবিদরা খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত: প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার যেসব অভ্যাস নীরবে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান খেলাফত মজলিসের

ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সে ভর্তির সময় বাড়ল ১৫ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ার ইসলাম ও সৃজন একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স’-এ ভর্তির সময় বাড়ানো হয়েছে।

সম্প্রতি কওমি শিক্ষাঙ্গনে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় ইফতিতাহি দরস (সূচনা ক্লাস), আবাসন (সিট) নিশ্চিতকরণ ও কিতাবাদি কেনা সংক্রান্ত ব্যস্ত সময় পাড় করছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিত এই কোর্সটি ২৭ মে ২০২২ এর পরিবর্তে ১০ জুন ২০২২ থেকে শুরু করার কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সে হিসেবে কোর্সে ভর্তির সুযোগ বাড়ানো হয়েছে ৭ জুন ২০২২ পর্যন্ত।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তত্বাবধানে কোর্সটি অনুষ্ঠিত হবে ঢাকার মালিবাগ-চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দিন (রহ.) দারুল কুরআন মাদরাসায়।

এতে মোট ক্লাস থাকবে ২০টি। প্রতি শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দুটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্স ফি মাত্র দুই হাজার টাকা।

আড়াই মাস ব্যাপী এই কোর্সে কী লিখবো কেন লিখবো, কী পড়বো কেন পড়বো, লেখালেখির প্রস্তুতি, ব্যবহারিক বানান, হাতে-কলমে প্রুফ-সম্পাদনা, প্রবন্ধ-নিবন্ধ-কলাম, গল্প-উপন্যাস-ছড়া, অনুবাদ সাহিত্য, সাংবাদিকতা, ফিচার-প্রতিবেদন এবং উচ্চারণ-আবৃত্তিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

কোর্সে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ সেন্টার ফর দাওয়াহর চেয়ারম্যান ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সহযোগী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আর রাজী, লেখক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, দৈনিক যুগান্তরের বিভাগীয় সম্পাদক আশরাফুল আলম পিন্টু, অদ্রির পরিচালক বি এম হারিস, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ভাষাচিত্রের প্রধান সম্পাদক খন্দকার সোহেল, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশারাফ প্রমুখ। এ ছাড়াও কোর্স পরিচালনা, সমন্বয় ও প্রশিক্ষণ দেবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব ও সৃজন একাডেমির পরিচালক আমিন ইকবাল।

কোর্সের বিশেষ বৈশিষ্ট্যাবলীর মধ্যে রয়েছে, নিয়মিত অনুশীলন ও হোমওয়ার্কের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে লেখালেখির উপযুক্ত করে গড়ে তোলা। প্রতিটি ক্লাসেই সমৃদ্ধ লেকচার শিট প্রদান করা। কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট এবং বাছাই করা ১০ জনকে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নিউজরুমে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া। সাংবাদিকতা ও লেখালেখিতে আগ্রহীদের কর্মসংস্থানে সহযোগিতা করা এবং কোর্স চলাকালীন সময়ে জাতীয় সংবাদপত্রে লেখালেখির সুযোগ করে দেওয়া।

কোর্সে ভর্তি ও আপনার আসন নিশ্চিত করতে ০১৭৬০-৬৪৮৭৩৪ (নগদ) কিংবা ০১৯৪৫-১০৪৭৮৫ (বিকাশ) নম্বরে নির্ধারিত ফি পাঠিয়ে আজই যোগাযোগ করুন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ