সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে কমলাপুর রেল স্টেশনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে কমলাপুর রেল স্টেশনে। স্টেশনে বেশিরভাগ লোকজনই নির্দিষ্ট সময়ের আগেই পরিবার-পরিজন নিয়ে এসে বসে আছেন। যার ফলে রেল স্টেশনের প্ল্যাটফর্ম বিপুল সংখ্যক মানুষে পরিপূর্ণ।

শুক্রবার সকালে এমন চিত্র দেখা গেছে। আজ একটি ট্রেনের সিডিউল বিপর্যয় ছাড়া বাকি ট্রেনগুলো ঠিক সময়েই ছেড়ে গেছে। সিডিউল বিপর্যয়ে পড়া ট্রেনটি হচ্ছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলে প্রায় দেড় ঘণ্টা লেটে সকাল ৯টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ে।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। যারা টিকিট কাটতে পারেননি, তাদের কিছু আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যাতে সবাই বাড়ি ফিরতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ