সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

রোজা*দার*দের বিনামূল্যে ইফ*তার করায় যে হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বিশ্বজুড়ে পালিত হচ্ছে রমজান। এ সময় মানুষ রোজা ছাড়াও বিভিন্ন নেক আমল করে আল্লাহর রহমত লাভের চেষ্টা করে। ভারতের আসামের গুহাটির জলকুবারি অঞ্চলের মতিউর রহমান এমনই একজন।

একটি হোটেল চালান মতিউর রহমান। রমজানের প্রতিদিন তিনি প্রায় ২শ’জন রোজাদারকে বিনামূল্যে ইফতার করান। তাই জলকুবারি হোটেল তাজ আলোচনার কেন্দ্রবিন্দু।

হোটেল মালিক মতিউর রহমান রোজাদারদের ভিন্ন ভিন্ন খাবার খাওয়ান। তিনি নিজে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জনের ইফতার তৈরিতে হোটেল কর্মচারীদের সাহায্য করে। তাজ হোটেলে রোজাদারদের ১৫ ধরণের খাবার দেয়া হয়। তাদের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরণের ফল, রুটি, পরোটা, পোলাও, মাংস।

হোটেল তাল জলকুবারির মধ্যে অবস্থিত। রোজাদারদের ইফতার করার জন্য আদর্শ জায়গা এটি। ছোট ব্যবসায়ী, দোকানদার, জেলে, কর্মচারী, ছাত্রসহ বিভিন্ন ধরনের মানুষকে এই হোটেলে ইফতার করতে দেখা যায়।

এ ধারাবাহিকতা গত ১১ বছর ধরে চলছে। হোটেল তাজের মালিক মতিউর রহমান বলেন, এটা লাভ-ক্ষতির প্রশ্ন নয়। ঐতিহ্যগতভাবে আমি ইফতারের আয়োজন করে আসছি। ভবিষ্যতেও এটা চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, আমি রমজানে লাভ-লসের কথা চিন্তা করি না। সমস্ত কাজ আমি নিজে করি। কেউ যদি আমাকে ইফতারের জন্য কিছু দেয়, সেটা আমি ইফতারের জন্য খরচ করি।

একজন রোজাদার বলেন, ‘আমি প্রথমবারের মতো এটি দেখেছি।’ মতিউর রহমান ভবিষ্যতেও এমন মহৎ কাজ করে যাবেন এটাই প্রত্যাশা।

মতিউর রহমানের হোটেলে ইফতার ছাড়াও নামাজের বিশেষ ব্যবস্থা রয়েছে। এ জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। ইফতারের পর যারা নামাজ পড়তে চান তাদের এই সুবিধা দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ