শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক

রোজা*দার*দের বিনামূল্যে ইফ*তার করায় যে হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বিশ্বজুড়ে পালিত হচ্ছে রমজান। এ সময় মানুষ রোজা ছাড়াও বিভিন্ন নেক আমল করে আল্লাহর রহমত লাভের চেষ্টা করে। ভারতের আসামের গুহাটির জলকুবারি অঞ্চলের মতিউর রহমান এমনই একজন।

একটি হোটেল চালান মতিউর রহমান। রমজানের প্রতিদিন তিনি প্রায় ২শ’জন রোজাদারকে বিনামূল্যে ইফতার করান। তাই জলকুবারি হোটেল তাজ আলোচনার কেন্দ্রবিন্দু।

হোটেল মালিক মতিউর রহমান রোজাদারদের ভিন্ন ভিন্ন খাবার খাওয়ান। তিনি নিজে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জনের ইফতার তৈরিতে হোটেল কর্মচারীদের সাহায্য করে। তাজ হোটেলে রোজাদারদের ১৫ ধরণের খাবার দেয়া হয়। তাদের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরণের ফল, রুটি, পরোটা, পোলাও, মাংস।

হোটেল তাল জলকুবারির মধ্যে অবস্থিত। রোজাদারদের ইফতার করার জন্য আদর্শ জায়গা এটি। ছোট ব্যবসায়ী, দোকানদার, জেলে, কর্মচারী, ছাত্রসহ বিভিন্ন ধরনের মানুষকে এই হোটেলে ইফতার করতে দেখা যায়।

এ ধারাবাহিকতা গত ১১ বছর ধরে চলছে। হোটেল তাজের মালিক মতিউর রহমান বলেন, এটা লাভ-ক্ষতির প্রশ্ন নয়। ঐতিহ্যগতভাবে আমি ইফতারের আয়োজন করে আসছি। ভবিষ্যতেও এটা চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, আমি রমজানে লাভ-লসের কথা চিন্তা করি না। সমস্ত কাজ আমি নিজে করি। কেউ যদি আমাকে ইফতারের জন্য কিছু দেয়, সেটা আমি ইফতারের জন্য খরচ করি।

একজন রোজাদার বলেন, ‘আমি প্রথমবারের মতো এটি দেখেছি।’ মতিউর রহমান ভবিষ্যতেও এমন মহৎ কাজ করে যাবেন এটাই প্রত্যাশা।

মতিউর রহমানের হোটেলে ইফতার ছাড়াও নামাজের বিশেষ ব্যবস্থা রয়েছে। এ জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। ইফতারের পর যারা নামাজ পড়তে চান তাদের এই সুবিধা দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ