আওয়ার ইসলাম ডেস্ক: দুবাই সরকারের মানবসম্পদ বিভাগ সরকারি কর্মচারীদের জন্য ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি অনুমোদন করেছে। ছুটি ৩০ এপ্রিল শনিবার থেকে শুরু হবে এবং ৮ মে রোববার শেষ হবে। ঈদের পর অফিস শুরু হবে ৯ মে থেকে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা দেশজুড়ে পরিচালিত সমস্ত ফেডারেল সরকারি সংস্থার জন্য সপ্তাহব্যাপী ঈদুল ফিতরের ছুটির অনুমোদন দেয়।
মানবসম্পদ ও আমিরাত মন্ত্রণালয় এর আগে ঘোষণা করেছিল, ১৪৪৩ আরবি সালের ২৯ রমজান থেকে ৩ শাওয়াল পর্যন্ত সময়কাল সমস্ত বেসরকারি খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি থাকবে।
কিভাবে জ্যোতির্বিজ্ঞানীরা ইসলামী উৎসবের প্রথম দিন নির্ধারণ করেন: এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি সম্প্রতি ঘোষণা করেছে, ঈদুল ফিতর সম্ভবত ২ মে শুরু হবে। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা কীভাবে ঈদের প্রথম দিন নির্ধারণ করবেন?
দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের সিইও হাসান আল হারিরি বলেছেন, ঈদের প্রথম দিন নির্ধারিত হবে চাঁদ দেখার মধ্য দিয়ে। পশ্চিমে পাতলা অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা গেলে ঈদের প্রথম দিন নির্ধারিত হবে। মাপদণ্ড হল, সূর্যাস্তের পর দিগন্তের উপরে একটি পাতলা অর্ধচন্দ্র দেখা যাবে। আর এটা দেখতে আমাদের পশ্চিম দিকের নজর দিতে হবে।
ঈদুল ফিতরের আগে চাঁদ দেখার প্রক্রিয়াটি ব্যাখ্যা করে আল হারিরি উল্লেখ করেন, চাঁদের মতো স্বর্গীয় বস্তুর দিকে তাকানো অন্যরকম শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে। মহান আল্লাহর অস্তিত্বের বৃহত্তর অর্থ চিন্তা করতে বাধ্য করতে পারে। মুসলিমরা অষ্টম মাস শাবানের ২৯ তারিখে নতুন চাঁদের জন্য পশ্চিম দিগন্তের দিকে তাকিয়ে থাকেন।
মূলত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন করেন মুসলমানরা। তবে চাঁদ দেখার পদ্ধতিকে প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। সূত্র: গালফ নিউজ
-এটি