আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মসজিদে আকসায় মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার নিন্দা জানিয়ে বলেন, ইসরাইল বিশ্বের জন্য বিষফোঁড়া। ইসরাইল মুসলমানদের প্রথম ক্বিবলা আল আকসায় বার বার হামলা করে নিরীহ নিরাপরাধ মুসলমানদের হত্যা করেই যাচ্ছে।
পীর সাহেব চরমোনাই বলেন, জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান মসজিদে আকসায় ফিলিস্তিনি রোজাদার মুসল্লিদের উপর ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।
মুসলিম বিশ্বের নীরবতার কারণেই জারজরাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী বাহিনী দিন দিন বেপরোয়া হয়ে নিরীহ নিরাপরাধ মুসল্লিদের ওপর এবং নারী, পুরুষ ও শিশুদের উপর অন্যায়ভাবে হামলে পরছে। রমজান মাসের পবিত্রতাকে বিনষ্ট করেছে। আল্লাহর প্রিয় বান্দাদের রক্তেরঞ্জিত হচ্ছে পবিত্র আল আকসা। মুসলিম বিশ্বকে তাদের অন্যায় ও গর্হিত কাজের প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে হবে।
চরমোনাই পীর জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের সকল মানবাধিকার সংগঠনগুলোকে বর্বর ইসরাইলি বাহিনীর নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে মুসলিম উম্মাকে ইসলাইলের বর্বরতা বিরুদ্ধে জিহাদের ডাক দিতে হবে।
চরমোনাই পীর আল আকসায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ২২ এপ্রিল শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে তা সফলের জন্য দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি আহ্বান জানান।
-এটি