আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের তাণ্ডব ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসছে। স্বাস্থ্যবিধির ওপর জোরদার ও টিকাকরণের ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। গত কয়েক দিন ধরেই বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু ক্রমশ নিম্নমুখী।
রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। এ সময় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। মারা যান আরও এক হাজার ৫৯৩ জন। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যে এ খবর জানা গেছে।
এর আগে শনিবার (১৬ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ৬ লাখ ৯৮ হাজার ৭৩৭ জন। মারা যান ২ হাজার ২৩৯ জন। তার আগের দিন শুক্রবার (১৫ এপ্রিল) আক্রান্ত ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন। মারা যান ৩ হাজার ৩৬৯ জন।
রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৪১ লাখ ৯২ হাজার ৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৮১৮ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ২১ হাজার ৫২৪ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৩ লাখ ৯ হাজার ১১৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৪৪১ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৯৯৫ জন সংক্রমিত। মৃত্যু ৫ লাখ ২১ হাজার ৭৮১ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬১ হাজার ৯৯৩ জনের।
-এএ