আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা পালনের জন্য সৌদি আরবে গেছেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যার শায়খ আহমাদুল্লাহ।
আজ রোববার ( ১৭ এপ্রিল) আনুমানিক বিকেল ৪ টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ওমরার উদ্দেশ্য রওনা হয়েছেন।
এই সফরে শায়খ আহমাদুল্লাহর সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন’-এর সেক্রেটারী জেনারেল মাওলানা শাব্বির আহমাদ ও বেশ কয়েকজন শুভার্থী।
আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’-এর দায়িত্বশীল মাওলানা আবুল কাসেম আদিল।
শায়খ আহমাদুল্লাহ সফরে যাওয়ার আগে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’-এর কর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন।
বরকতময় সফরের জন্য তিনি সবার কাছে দোয়ার আবেদন করেছেন। প্রায় দুই সপ্তাহের সফর শেষে রমজানের তৃতীয় দশকে দেশে ফেরার কথা রয়েছে শায়খ আহমাদুল্লাহর।
আরো পড়ুন:ওমরা সফরে গেলেন জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন
ওমরা সফরে যাচ্ছেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান
এনটি