সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন

ইউক্রেন আর কারো ওপর বিশ্বাস রাখতে পারছে না: জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে ‘কিছু দেশ বা কিছু নেতার’ প্রতি আর বিশ্বাস রাখতে পারছেন না দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলেন।

হলোকাস্টের ঘটনা স্মরণ করে বিশ্বনেতারা যখন এমন ঘটনা ‘আর কখনোই ঘটবে না’ বলে আশ্বাস দেন, তাদের কথা তখন বিশ্বাস হয় কি না জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে তা দেখার পর আমি বিশ্বকে আর বিশ্বাস করি না। আমি বলতে চাচ্ছি, আমি বিশ্বাস করি না যে, কিছু দেশ বা কিছু নেতাকে আমাদের বিশ্বাস করা উচিত। আমরা কথায় বিশ্বাস করি না। রাশিয়া উত্তেজনা বাড়ানোর পর আমরা আমাদের প্রতিবেশীদের বিশ্বাস করি না। আমরা এসবের কিছুই বিশ্বাস করি না।’

লিখিত নিরাপত্তা আশ্বাস এবং আন্তর্জাতিক আইনেও বিশ্বাস করেন না উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এমনকি আমি নথিপত্রেও বিশ্বাস করি না। আমাদের বুদাপেস্ট মেমোরেন্ডাম আছে। কিন্তু আমার জন্য এটি একটি কাগজের টুকরো ছাড়া কিছুই নয়। এর কোনো দাম নেই।’

তিনি বলেন, ‘আমরা কেবল চুক্তিবদ্ধ, বাস্তব বিষয়ে বিশ্বাস করি। আপনারা যদি আমাদের বন্ধু বা অংশীদার হন, তাহলে আমাদের অস্ত্র দিন, লোকবল দিন, সমর্থন দিন, অর্থ দিন এবং রাশিয়াকে থামান। বন্ধু হলে আপনারা ঠিকই এগুলো করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস শুধু নিজেদের প্রতি, নিজেদের জনগণের প্রতি, নিজেদের সশস্ত্র বাহিনীর প্রতি এবং এই বিশ্বাস যে, অন্যান্য দেশ কেবল কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাদের সমর্থন করবে। এটুকুই। ‘আর কখনো ঘটবে না’ বলার পরও আপনারা দেখতে পাচ্ছেন, সবাই সেটা করার সাহস পায়নি।’

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ