সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ওমরা সফরে গেলেন জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা পালনের জন্য ঢাকা ছেড়েছেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমিন।

আজ শনিবার ( ১৬ এপ্রিল) বিকেল ৫ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ওমরার উদ্দেশ্য রওনা হয়েছেন।

বরকতময় সফরের জন্য তিনি সবার কাছে দোয়ার আবেদন করেছেন। পাঁচ দিনের ওমরা সফর শেষে তিনি আগামী বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) দেশে ফিরবেন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র শিক্ষক ও খতিব মুফতি রুহুল আমিনের ব্যক্তিগত সহকারী মুফতি মুহাম্মাদ তাসনিম।

খতিব মুফতি রুহুল আমিনের সঙ্গে মধুপুর পীরের সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।

এ সময় সঙ্গে ছিলেন ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইমামুদ্দিন।

(১৫ এপ্রিল) জুমা বাদ খতিবের জন্য নির্ধারিত কামরায় এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতের সময় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ বায়তুল মুকাররমের খতিব নিযুক্ত হওয়ায় মুফতি রুহুল আমিনকে অভিনন্দন জানান এবং সম্মাননা স্মারক উপহার দেন।

এ সময় খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারির জেনারেল মাওলানা ঝিনাত আলী, ঢাকা মহানগর আমীর মাওলানা আজিজুর রহমান, মুফতি মুহাম্মাদ তাসনিমসহ খাদেমুল ইসলাম বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ