সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মসজিদে আ’ক’সায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে ইস*রায়ে’ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পশ্চিম তীর এবং অধিকৃত জেরুসালেমের মধ্যবর্তী সংযোগ পথ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার আল আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসলায়েলি হামলার ঘটনার পর এ ঘোষণা দিয়েছে দেশটি।

জানা যায়, ইহুদি ধর্মীয় উৎসবের আড়ালে ফিলিস্তিনিদের ওপর বলপ্রয়োগ শুরু করেছে। ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে বহু ইহুদি আল আকসায় প্রবেশ করেছিল। অন্যদিকে রোজাদার ফিলিস্তিনি মুসলিমরা চরমপন্থী ইহুদিদের বাধা দেয়ার চেষ্টা করেছিল।

ইসরায়েলি এক কর্মকর্তা এক বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিম তীর এবং অধিকৃত জেরুসালেমের মধ্যবর্তী সংযোগ পথ বন্ধ থাকবে। নিরাপত্তা জনিত কারণে এর সময় আরও বাড়তে পারে।

ফিলিস্তিনি কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছে, তারা জেরুসালেমের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে মিসর ও জর্ডানের সাথে পরামর্শ করেছে। আল-আকসা থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে বের করতে দুই আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে।

আল-আকসা মসজিদ থেকে গ্রেফতার হওয়া ৪০০ ফিলিস্তিনির মামলার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জেরুসালেমের আইনজীবীদের একটি দল। দলটি তাদের জামিনের আবেদন করার জন্য কাজ করছে।

এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্সির সরকারি মুখপাত্র নাবিল আবু রুদিনা বলেছেন, আল-আকসা মসজিদে হামলা এবং মসজিদে দখলদার বাহিনীর প্রবেশ নিয়ে যা ঘটছে তা বিপজ্জনক। এটা আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য।

আবু রাদিনা বিবৃতিতে আরও বলেছেন, আল-আকসা মসজিদে এই বর্বর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য সমস্ত আন্তর্জাতিক পক্ষের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন। যেন বিষয়টা হাতের বাইরে না যায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী আল-আকসা মসজিদে হামলা চালায় এবং মুসল্লিদের উপর কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড বর্ষণ করে। এসময় শতাধিক মুসল্লি আহত হয়।

ইসলায়েলি পুলিশ জানিয়েছে, আল-আকসা মসজিদ থেকে প্রায় ৩০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ