পহেলা বৈশাখের অপসংস্কৃতি নিয়ে সংগীত
মুনীরুল ইসলাম
অপরূপ শ্যামলিমা এই দেশ আমাদের
ধনী গরিব অসহায় খেটে-খাওয়া ঘামাদের
এই দেশে মুসলিম শতকরা নব্বই
দেশ-মাটি-মানুষের কথা মোরা ভাববোই ॥
পহেলা এ বৈশাখে মেলা বসে এই যে
এইরূপ কালচার ইসলামে নেই যে
এই দিন ছেলে-মেয়ে একসাথে ‘ইসে’ যায়
ভিড়ে পড়ে কত বোন লজ্জায় মিশে যায়
তাই নিয়ে বখাটেরা করে যায় হইচই ॥
মুসলিম সাজ ধরে ধূতি-শাঁখা-সিঁদুরে
তাদের বিবেক যেন কেটে দিছে ইঁদুরে
ইলিশ আর পান্তা মেখে দেয় রমণী
গরিবের উপহাসে কেঁপে ওঠে ধমনী
দেখে দেখে এইসব কী করে চুপ রই ॥
মানুষের বেশ ছেড়ে সাজে পেঁচা-হনুমান
কত নিচে নেমে গেছে করা যায় অনুমান?
দুই কান ঝালা-পালা ঢাক-ঢোল বাঁশিতে
বৈশাখি নয়া দিনে এই ছিল রাশিতে?
আমরা তো মুসলিম হার মানা লোক নই ॥
মোড়ে মোড়ে ইংলিশ হিন্দির বাজনা
এইসব কালচার আমাদের কাজ না
যেন পূজা মণ্ডপ মুসলিম দেশটা
ভেবে ফিরি- কী হবে আমাদের শেষটা?
কোথা যাই কী করি ব্যথাটুকু কারে কই ॥
আমাদের দুর্দিনে একটুও ঘামো না
এই দিনে আল্লাহর কাছে করো কামনা-
‘অতীতের কালোগুলো আলো দিয়ে ঢেকে দাও
আগামীকে সত্যের রঙ দিয়ে মেখে দাও
আল্লাহ গো তোমারই দরবারে নত হই’ ॥
-এটি