আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সম্প্রতি হিন্দু শিক্ষিকা লতা সমদ্দারের টিপ কেলেঙ্কারি-গুজব, মুন্সিগঞ্জে বিজ্ঞানের ক্লাসে হিন্দু শিক্ষকের ধর্ম অবমাননা, নওগাঁয় হিজাব পরায় ছাত্রীদের হিন্দু শিক্ষিকা আমোদিনী পালের বেত্রাঘাত, কবি নজরুল কলেজে অধ্যক্ষ কর্তৃক তারাবীহ'র নামাজে নানাবিধ নিষেধাজ্ঞা এবং ঢাবিতে শিক্ষক কর্তৃক হিজাব পরতে বাধা প্রদান ও টিএসসিতে ছাত্রীদের নামাজ আদায়ে শৈথিল্যতা প্রদর্শনের মাধ্যমে একটি চক্র ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে ৷ ধর্মীয় অনুভূতির মতো স্পর্শ কাতর বিষয়কে পুঁজি করে চক্রটি দেশে ধর্মীয় সম্প্রীতি নস্যাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের হাজার বছর ধরে চর্চিত সংস্কৃতি বাদ দিয়ে পশ্চিমা ও ব্রাক্ষ্মান্যবাদী সংস্কৃতি বাজারজাত করতে মহলটি আধাজল খেয়ে মাঠে নেমেছে।
তিনি আরও বলেছেন, এহেন মূহুর্তে দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে একটি দুষ্টচক্র আমাদের ব্যক্তি, ধর্মীয় ও সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করছে। তাই তাদের অপতৎপরতাকে রুখে দিতে ওলামাদেরই এগিয়ে আসতে হবে ৷
বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় পার্টি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মুফতি হেমায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মাদুল্লাহ আনসারী- এর সঞ্চালনায় ইফতার ও আলোচনা সভায় আরও বক্তব্য দেন, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুফতি ওয়াহিদুল আলম, মুফতি গিয়াস উদ্দিন মাদানী, মুফতি নেয়ামাতুল্লাহ আমিন ও মুফতি শামছুদ্দোহা আশরাফী প্রমূখ।
নগর দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য প্রদান করেন- মুফতি আব্দুল্লাহ আল মুর্তাজা কাসেমী, মুফতি শাব্বির আহমাদ, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মুহাম্মদুল্লাহ নাহিদ, মুফতি গাজী আব্দুল জব্বার, মুফতি আব্দুল কুদ্দুস রশীদী, মুফতি নূরে আলম, মুফতি মফিজুল ইসলাম,মুফতি ওয়ালিউল্লাহ, মুফতি আজিজুল হক কাসেমী, মুফতি ওয়াহিদুজ্জামান কাসেমী সহ প্রমুখ দায়িত্বশীলগন।
-এএ