সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রমজানের তাৎপর্যকে প্রশ্নবিদ্ধ করে এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান ই*সলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে প্রশ্নবিদ্ধ করে এমন কোন কর্মসূচি পহেলা বৈশাখে পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, রমজান মাস মানবীয় গুণাবলী অর্জনের মাস। কাজেই রমজানের তাৎপর্যকে ম্লান করে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে কোন বৈশাখী মঙ্গল শোভাযাত্রা পালন নয়।

আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এসব বলেন।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বানী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ অীাবদুল কাইয়ূম, বরকত উল্লাহ লতিফ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

তিনি বলেন, বৈশাখ উদযাপনের আধুনিক সংস্করণকে হিন্দুত্ববাদ গ্রহণের পরোক্ষ কৌশল। বিশ বৎসর আগে এ দেশে কেউ পহেলা বৈশাখ উৎযাপন করেছে? তবে হিন্দুরা পূজা পার্বন করেছে, হালখাতা করেছে। কিন্তু হঠাৎ করে বাঙ্গালী জাতি বাঙ্গালী সংস্কৃতির নামে গোটা বাংলাদেশের আনাচে কানাচে পহেলা বৈশাখ উৎযাপন করার চর্চা চলছে। এর কারণটা কি?

কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এর মূল কারণ হলো- আমাদের মূল চেতনা ছিলো আমি একজন মুসলমান। এ চেতনাকে নস্যাৎ করে নতুন চেতনা সৃষ্টি করতে চায় যে, আমি মুসলমান না, আমি বাঙ্গালী। মারাত্মক চেতনা! একটা জাতি বা গোষ্ঠীর চেতনা যদি এমন ঠিক করা হয়, তাহলে ঐ জাতি আর টিকে না, ধ্বংস হয়ে যায়।”

নিউ মার্কেট থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিউ মার্কেট থানা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় একটি মিলনায়থনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম।

নিউ মার্কেট থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং মুহাম্মদ কামাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে থানা ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ