আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষার্থে যদি কোনো অভিযান প্রয়োজন হয়, সেনাবাহিনীও তাতে অংশ নেবে।
তিনি বলেন, ক্যাম্পের ভেতরে পুলিশ, এপিবিএন, র্যাব ও আনসার যৌথভাবে সার্বক্ষণিক যে টহল দিচ্ছে, সেটা আরও জোরদার করা হবে।
রোববার (১০ এপ্রিল) বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির চতুর্থ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পের বাইরে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের টহল চলবে। প্রয়োজনে সেনাবাহিনীও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে।
ক্যাম্পের বাইরে যাতে রোহিঙ্গারা আসতে না পারে, এ জন্যই বেষ্টনী দিচ্ছি উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেষ্টনী তৈরি করার জন্য আমরা সেনাবাহিনীকে কাজ দিয়েছিলাম, সেটার প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বেষ্টনী আর ২০ ভাগ যেটা বাকি আছে, সেটা শেষ হলে আমরা আরও কঠোর হবো। অনুমতি ছাড়া কাউকেই আমরা বের হতে দেবো না। তখন কতজন বের হয়ে গেছে, সেই তথ্য ইউএনএইচসিআর দিতে পারবে। তাদের কাছে আপডেট ডাটা আছে। আমরা তাদের রিকোয়েস্ট করবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে এবং তা চলমান থাকবে। পর্যবেক্ষণ টাওয়ার তৈরি হয়েছে, এখানে রাস্তা তৈরির কাজ প্রায় শেষের দিকে। সেখানে টাওয়ারগুলোতে এপিবিএন থাকবে আর রাস্তায় টহল দেবে, কোনো রোহিঙ্গা যাতে ক্যাম্পের বাইরে প্রয়োজন ও অনুমতি ছাড়া যেতে না পারে, এটা আমরা জোরদার করছি।
তিনি বলেন, আমরা দেখছি রোহিঙ্গা ক্যাম্পে বয়সভিত্তিক রেশন না দিয়ে ব্যক্তি হিসেবে দেওয়া হয়। একদিনের শিশুকে যে রেশন দেওয়া হয়, একজন প্রাপ্ত বয়স্ককেও সেই রেশন দেওয়া হচ্ছে। আমরা বলেছি, এটা বয়সভিত্তিক যেন দেওয়া হয়।
রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে এবং আশেপাশে যাতে মাদক ব্যবসা না হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাফ নদীতে মাদক চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। রোহিঙ্গা জনগোষ্ঠী মাদক ব্যবসায় জড়িত হয়ে যাচ্ছে। আমরা এ জায়গায় কঠোর হতে যাচ্ছি। আমরা কোনোভাবেই আমাদের সীমানা পেরিয়ে মিয়ানমারের সঙ্গে যাতে মাদক ব্যবসা না করতে পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি। আমরা যেটা অনুমান করছি, এখানে (রোহিঙ্গা ক্যাম্পে) মাদক স্টোর করা আছে। এরমধ্যে আমরা কিছু ধরেও ফেলেছি। এরসঙ্গে যারা জড়িত তারা ধরা পড়বে।
-এএ