সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ম*সজিদের সামনে দাঁড়িয়ে মু*সলিম নারীদের জনসমক্ষে ধ*র্ষণের হু*মকি সাধুর, ছ’দিন পর তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ম*সজিদের সামনে দাঁড়িয়ে মু*সলিম নারীদের জনসমক্ষে ধ*র্ষণের হু*মকি সাধুর, ছ’দিন পর তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলার একটি মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলিম নারীদের অপহরণ এবং জনসমক্ষে ধর্ষণের হুমকি দিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন গেরুয়া পরিহিত এক স্বঘোষিত সাধু।

সাম্প্রদায়িক উস্কানিমূলক এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার ৬ দিন পর তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ১০০ কিলোমিটার দূরে সীতাপুর জেলার একটি মসজিদের সামনে। এই ভিডিও নিয়ে তীব্র নিন্দা চলছে নেটমাধ্যমে। অভিযুক্ত সাধুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে,  উত্তরপ্রদেশের সীতাপুর জেলার খয়রাবাদে একটি মসজিদের সামনে একটি জিপ গাড়িতে বসে ভাষণ দিচ্ছেন এক গেরুয়া পরিহিত ব্যক্তি। তিনি উত্তেজিত স্বরে কথা বলছেন, এবং আশেপাশের জনতা তারস্বরে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে তাকে অভিবাদন জানাচ্ছেন।

নিজেকে বজরং মুনি নামে দাবি করা ওই ব্যক্তি বলছেন, ‘‘আমাকে খুন করার জন্য পরিকল্পনা হয়েছে। এ জন্য ২৮ লক্ষ টাকা তোলা হয়েছে।’’

তার পরই ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, যদি কোনও মুসলিম ধর্মাবলম্বী এলাকার কোনও মেয়েকে উত্যক্ত করেন, তা হলে তিনি মুসলিম মহিলাদের অপহরণ করবেন এবং জনসমক্ষে তাঁদের ধর্ষণ করবেন। তা শুনেই উল্লাসে ফেটে পড়ে সমবেত জনতা।

ভি়ডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে সেটি ২ এপ্রিলের।

ভিডিও সম্পর্কে সীতাপুরের পুলিশ জানিয়েছে, এক জন প্রবীণ পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঘটনার সতত্যা নিশ্চিন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র: আনন্দবাজার।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ