আওয়ার ইসলাম ডেস্ক: পেরুতে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভের মুখে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর নেতৃত্বাধীন সরকার বিক্ষোভ দমনে এক মাসের জন্য এ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খবর আলজাজিরার।
জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে দেশটিতে বেড়ে গেছে সব পণ্য ও জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাক শ্রমিক ও খামার শ্রমিকরা সারাদেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারির পর পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। পরে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিলেও ফের সে ঘোষণা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট।
-কেএল