আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজার জেলার উলামা পরিষদের সম্মানিত সভাপতি, দারুলউলুম টাইটেল মাদ্রাসার স্বনামধন্য শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরি রহ. এর জানাযা আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১:০০ টায় স্থানীয় মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা হতেই বৃহত্তর সিলেটের নানা উপজেলা থেকে তার জানাযার নামাযে শরিক হওয়ার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সাধারণ লোকজন এসে জড়ো হতে থাকে উক্ত ঈদগাহ মাঠে।
সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ছাত্র-ভক্তরা তাদের উস্তাদে মুহতারামকে এক নজর দেখে তার নামাযে জানাযায় শরীক হতে সকাল থেকেই আসতে থাকে মরহুমের সুলতানপুরস্থ নিজ বাসভবনে।
এ ছাড়াও সামাজিক-রাজনৈতিক, শিক্ষাবিদ সহ নানা স্তরের ব্যক্তিবর্গ তাঁর জানাযার নামাযে এসে শরীক হয়।
হাজারে মুসল্লিদের উপস্থিতিতে উক্ত ঈদগাহ মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠে। উক্ত মাঠে এর পূর্বে এতো লোক কারো জানাযায় শরীক হয়েছে বলে উপস্থিত কারো জানা নেই।
জানাযার পূর্বে স্মৃতিচারণ মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ওলি ইবনে ওলি আল্লামা মুফতি রশিদুর রহমান বর্ণভী ,জামেয়া হুসাইনিয়া গহরপুর মাদরাসার মোহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু সাহেব, রাজনগর মৌলভীবাজার তিন আসনের সাংসদ সদস্য নেসার আহমদসহ সিলেট বিভাগের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মৃতিচারণমূলক বক্তৃতায় সবাই এ মহান ব্যক্তিত্বের বিয়োগে সমাজ এক প্রকৃত গুণীকে হারিয়েছে যার কারণে সমাজে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, গতকাল বুধবার (৬ এপ্রিল ) সন্ধ্যা ৬ ঘটিকায় মরহুম মৌলভীবাজার সুলতানপুর বাসভবনে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মরহুমের জানাযার নামাযের ইমামতি করেন তাঁর সুযোগ্য বড় ছেলে মুফতী হিফজুর রহমান ফুওয়াদ । ইমামতির প্রাক্কালে উপস্থিত সবার শুকরিয়া আদায় করে তাঁর পিতার মাগফিরাত ও দরজাবুলন্দীর জন্য সবার কাছে দুআ চান। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেনো তাঁর বান্দাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন
-এটি