জুলফিকার জাহিদ।।
আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫ টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দেশের খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।
খ্যাতিমান এই ওয়ায়েজের মুক্তির পর তার পরিবারের পক্ষ থেকে শুভাকাঙ্খীদের কাছে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। পরিবারের পক্ষে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ভগ্নিপতি মাওলানা আশরফুল ইসলাম এক ফেসবুক লাইভে এই বার্তাটি দিয়েছেন।
লাইভে তিনি বলেছেন, ‘সম্মানিত দেশবাসী আপনাদের একটি বার্তা দেওয়ার জন্য মূলতে লাইভে আসা।আলহামদুলিল্লাহ, আমাদের সবার প্রিয় মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অল্প কিছুক্ষণ আগেই মুক্তি পেয়েছেন’।
‘হুজুর বর্তমানে শারিরিকভাবে অসুস্থ। আপনারা সবাই হুজুরকে মহব্বত করেন। অনেকেই দীর্ঘ এক বছর তার জন্য দোয়া করেছেন, খবর রেখেছেন। সবাইকে ধন্যবাদ’।
‘তবে এখন যেহুতু হুজুর কিছুটা অসুস্থ তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হুজুর নিজেও এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছেন; এই সময়ে তার সঙ্গে যেন সাক্ষাৎ করা না হয় এবং কেউ সাক্ষাতের আবেদন না করেন’ বলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ভগ্নিপতি মাওলানা আশরফুল ইসলাম।
ভিডিও বার্তায় তিনি আরো বলেছেন, ‘হুজুর বর্তমানে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন। এরপর আবার আপনাদের মাঝে ফিরে আসবেন এবং সবার সঙ্গে সাক্ষাৎ করবেন’।
‘যেহেতু দীর্ঘ দিন পর তিনি বাসায় ফিরছেন তাই এখন ফোনে যোগাযোগ করা যেতে পারে, কিন্তু সরাসরি সাক্ষাৎ অথবা সাক্ষাতের আবেদন করে কেউ তাকে কষ্ট দিবেন না। সবার কাছ থেকে আন্তরিক ভালোবাসা ও দোয়া কামনা করছি’।
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ভগ্নিপতি আরো বলেছেন, ‘হুজুরের পক্ষ থেকে বলা হয়েছে, অল্প দিনেই যেন সবাইকে নিয়ে বসার ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করা হবে। এবং হুজুর বলেছেন, কেউ যেন বিক্ষিপ্তভাবে আলাদা দেখা করতে না আসেন’।
মাওলানা আশরফুল ইসলাম ভিডিও বার্তার শেষে বলেছেন, ‘মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নিজেও সবার কাছে দোয়া চেয়েছেন’।
এনটি