আওয়ার ইসলাম ডেস্ক: দেশের খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জামিনে মুক্তি পেয়েছেন।
আজ বুধবার ( ৬ এপ্রিল) বিকেল ৫ টায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। নির্ভরযোগ্য সূত্র আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে (প্রতিবেদন লেখার সময়) তিনি নিজ বাড়ির পথে ফিরছেন। তার নামে ৮ টি মামলা ছিল, সবগুলো থেকে তিনি মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি শারিরিকভাবে কিছুটা অসুস্থ।
কারাগার থেকে মুক্তির সময় তার সঙ্গে ছিলেন মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, এইচ এম মনিরুজ্জামান, মুফতি মিরাজ হোসাইন, মাসুদুর রহমান আইয়ুবী, খালেদ সাইফুল্লাহ নোমানী ও তার ছেলে আব্দুল্লাহ এবং পরিবারের সদস্যবৃন্দ।
আগে গত বছরের ২২ এপ্রিল (বৃহস্পতিবার) ভোরে তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেছিলেন বলেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা ছিল। তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হয়েছে।
এনটি