আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সরকারের কোন উদ্যোগ আছে বলে মনে হয় না। নিত্যপণ্যের লাগামহীণ উর্ধ্বগতি জনজীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। তেলের দাম নামে মাত্র কমিয়ে সরকার পার পাবে না। ৯০ টাকার তেল কোনভাবেই ১৬০ টাকা হতে পারে না। নিত্যদ্রব্যসহ সকল পণ্যের দাম কমাতে হবে।
তিনি বলেন, ৩১ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশ সফল করে মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই।
আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখার উদ্যোগে দাওয়াতী মাস উপলক্ষে আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাওরান বাজারস্থ একটি মিলনায়তনে তেজগাঁও থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুরাদ হোসেন। থানা নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দসহ নতুন সদস্যগণ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আমিনুল ইসলাম আরো বলেন, দেশের সামগ্রিক অবস্থা ভাল নয়। মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। দ্রব্যমল্যের কষাঘাতে মানুষ অস্থির। নামেমাত্র তেলের দাম কমিয়ে সৃষ্ট জনরোষ থেকে সরকার রেহাই পাবে না। সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ করে জনগণের পাচারকৃত টাকা ফিরিয়ে এনে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিতে হবে।
এনটি