আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এক যৌথ বিবৃতিতে লঞ্চ ডুবির মর্মান্তিক এই দূর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, প্রতিটি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্তনাদে অবর্ণনীয় পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু মানুষের বিলাপ থামানোর জন্য রাষ্ট্রের কর্তাদের নির্দিষ্ট কয়টি বাক্যবিন্যাসে সীমাবদ্ধ হয়ে পরে। সংবাদমাধ্যমে বিবৃতি, ক্ষতিগ্রস্তদের কিছু আর্থিক সাহায্য এবং প্রশাসনের কিছু তাৎক্ষণিক পদক্ষেপ ছাড়া দূর্ঘটনা রোধে পরিকল্পিত ব্যবস্থাপনা বা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে বারবার ব্যর্থতা পরিলক্ষিত হয়।
নেতৃদ্বয় বলেন, ২০২১ সালে ৩৯টি নৌযান দুর্ঘটনা ঘটেছে। দেশের নৌ আদালতে গত ১৮ বছরে দূর্ঘটনাজনিত ২৫২টি মামলা হয়েছে যার অধিকাংশই নিষ্পত্তি হয়নি এবং দৃষ্টান্তমূলক শাস্তি পরিলক্ষিত হয়নি।
নেতৃদ্বয় এ সময় লঞ্চ ডুবির ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এনটি