আওয়ার ইসলাম ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ একটি সার্বজনীন রাষ্ট্র। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এক সঙ্গে বসবাস করবে। এ রকম অনুভূতি নিয়ে আমরা কাজ করছি। কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
আর অসাম্প্রদায়িক চেতনার ক্ষেত্রে আমাদের সরকারের অবস্থান জিরো টলারেন্স। সকল ধর্মের মানুষ মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এই নীতিতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। ’
শনিবার সকালে লাকসাম উপজেলার কোঁয়ার এলাকায় বৌদ্ধ বিহারের মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। থেরবাদী বৌদ্ধদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অধ্যাপক ধর্মরক্ষিত মহাথেরর জাতীয় অন্ত্যেষ্ঠিক্রিয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের আমার শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। তার জন্মস্থান আমার সংসদীয় আসনের মধ্যে। তিনি ছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষ একজন ভালো মানুষ। তার আর্দশ ছিল সকল প্রাণী সুখী হউক। তিনি সারাজীবন সেই আদর্শে মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন।
সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া প্রমুখ।
এনটি