মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>
শায়খুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ‘অন্ধ জনে দাও আলাে’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত চক্ষু রােগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে।
গত ১৪ মার্চ সােমবার সকাল ১০টা থেকে শাহরাস্তির বেলায়েত নগরে শাইখুল কোরআন মাওলানা ক্বারী বেলায়েত হোসাইন রহ. এর নিজ বাড়িতে দিনব্যাপী ফ্রি এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ২৩৯ জন রােগীকে চিকিৎসা প্রদান ও ঔষধ প্রদান করা হয়। এ ছাড়াও প্রায় ১০ জন রোগীর চোখের ছানি ১৫ এপ্রিল (মঙ্গলবার) কুমিল্লার মিড টাউন হসপিটালে নিয়ে শাইখুল কোরান ফাউন্ডেশনের পক্ষ থেকে অপারেশন করা হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদানে ছিলেন নােয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযােগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চক্ষু) চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. জহির উদ্দীন আহমদ এমবিবিএস, ডি ও (ডি ইউ)।
চিকিৎসা নিতে আসা ৭০ বছর বয়সি মোবারক মিয়া জানান, আমার দেখার কেউ নেই। আমার একটা মেয়ে আছে। তার বিয়ে হয়ে গেছ।
মেয়ের জামাই অন্ধ। আমি দীর্ঘদিন যাবৎ চোখের ছানি নিয়ে কষ্ট করে আসছি। আমাকে নিজের বাবার মতো মনে করে মাওলানা সাবের ছেলে ইসমাইল বিনা পয়সায় যে চিকিৎসা দিয়েছে এই ঋণ আমি কোনকদিন শোধ করতে পারব না।
জরুফা বেগম নামের আরেকজন রোগি জানান, আমার গ্রামের হুজুর ফ্রি যে চিকিৎসা দিয়েছেন এজন্য আমার অনেক উপকার হইছে।
ফাউন্ডেশনের পরিচালক ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর নামে প্রতিষ্ঠত শায়খুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ‘অন্ধ জনে দাও আলাে’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিবাসীর জন্য চক্ষু রােগীদের ফ্রি চিকিৎসার কার্যক্রম সুন্দরভাবেই সফলভাবে সম্পন্ন হয়েছে।
আশপাশের এলাকাগুলো থেকে ২৪৯ জন রোগী এসেছেন। আমরা এ ফাউন্ডেশনের আওতায় অনেক দিন ধরেই সেবা দিয়ে আসছি। আমরা চাই এলাকার বঞ্চিত মানুষ চিকিৎসাসেবা পাক। ইনশাআল্লাহ আরও এরকম খেদমত আল্লাহ যেন এই ফাউন্ডেশন দিয়ে আঞ্জাম দেয়ার তাওফিক দান করেন।
-এটি