বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বাড্ডায় আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালিদ।

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির নির্মাণাধীন প্রকল্পে একটি অস্থায়ী বাসস্থানে আগুন লেগেছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হলেও যানজটের কারণে পথে আটকে গেছে ফায়ার সার্ভিসের গাড়ি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, ‘খবর পেয়ে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে যানজটের কারণে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা ‍পুলিশকেও জানিয়েছি বিষয়টা।’

জানা গেছে, ওই আবাসস্থানে প্রকল্প এলাকার ভিতরে নির্মাণ দায়িত্বে থাকা চায়না প্রকৌশলীরা থাকেন। আগুন লাগার পরপরই প্রকল্পের কর্মচারীসহ আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন।

এদিকে ডিটি রোড পুরোটা ব্লক হয়ে যায়। জ্যাম চৌধুরীপাড়া রামপুরা বাড্ডা পর্যন্ত গড়ায়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ