আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনকে সরাসরি কথা বলার আহবান জানিয়েছেন নরেন্দ্র মোদি।
সোমবার যুদ্ধের ১২ তম দিনে দুই রাষ্ট্রনেতার প্রায় ৫০ মিনিট ফোনে কথা হয়। এসময় ভারতের প্রধানমন্ত্রী এ আহবান জানান বলে জানিয়েছে দেশটির সচিবালয়ের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দ বাজার।
মোদী-পুতিন আলোচনাতেও ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহরগুলিতে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর বিষয় কথা বলেন। এ বিষয়ে নয়াদিল্লিকে ‘পূর্ণ সহযোগিতা’র আশ্বাস দিয়েছেন ক্রেমলিন।
ইউক্রেন সঙ্কটের আবহে এই নিয়ে তৃতীয় বার ফোনে পুতিনের সঙ্গে কখা বললেন মোদি। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্টের ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণার পরে এ দ্বিতীয় বার কথা হল দু’জনের।
পুতিনের সঙ্গে কথা বলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও ফোনে প্রায় ৩৫ মিনিট প্রধানমন্ত্রীর আলোচনা হয়। পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত সুমি শহরে আটর প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়াকে উদ্ধারের বিষয়ে মোদি ইউক্রেন সরকারের সাহায্য চান।
সরকারি সূত্র অনুযায়ী পুতিনকে মোদি বলেন, দুই দেশের কর্তাদের মধ্যে কথাবার্তা যেমন চলছে চলুক, কিন্তু পুতিনের উচিত প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলা। তাতে বিবাদের নিরসন দ্রুত ঘটবে ও শান্তি স্থাপিত হবে।
সরকারি সূত্র জানিয়েছে, ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে নেওয়ার বিষয়ে পুতিন ও জেলেনস্কি সব ধরনের সহায়তার কথা বলেছেন।
-এটি