বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সাভারে ফার্নিচার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার সাভার উপজেলায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

রবিবার (৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার রাজফুলবাড়িয়া এলাকার নাভানা ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ফার্নিচার কারখানায় ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে ট্যানারি, ডিইপিজেড ও ঢাকা থেকে আরও সাতটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়।”

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ