বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবারও হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত আবারও অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুহিতের পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তিনি শারীরিক দুর্বলতায় ভুগছেন। মুখ দিয়ে কোনো খাবার খেতে পারছিলেন না। ফলে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এ অবস্থায় গতকাল সকাল সাড়ে ১১টায় বনানীর বাসা থেকে তাকে ঢাকার গ্রিন রোড এলাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন সাংবাদিকদের বলেন, ‘বড় ভাইয়ের শরীরের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। ’

উল্লেখ্য, মুহিত এর আগে গত বছর করোনায় আক্রান্ত হন। গত বছর ২৯ জুলাই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে সেখান থেকে বাসায় ফেরেন। তখন থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ