প্রশ্ন: আমাদের মহল্লায় পানির খুব সমস্যা। শুধু রাতে পানি থাকে। তাই গোসলখানায় একটি ড্রাম রেখেছি। রাতে ভরে রাখি, সারাদিন সেই পানি দিয়ে অযু-গোসলসহ যাবতীয় কাজ করি। গতকাল যোহরের সময় ড্রাম থেকে পানি আনতে গিয়ে দেখি একটি মরা তেলাপোকা পানিতে ভাসছে। তখন দ্বিধান্বিত হয়ে যাই- পানি নাপাক হয়ে গেছে কি না? তারপর পাশের বাসা থেকে অযু করে নামায আদায় করি। আমার প্রশ্ন হল, পানিতে তেলাপোকা পড়ে মারা গেলে পানি কি নাপাক হয়ে যায়?
উত্তর: পানিতে তেলাপোকা পড়ে মারা গেলে তা নাপাক হয় না। কেননা তেলাপোকাতে প্রবাহিত রক্ত নেই এবং তা নাপাকও নয়। অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ড্রামের পানি নাপাক হয়নি। তা দ্বারা ওযু-গোসল করতে পারবেন।
-কিতাবুল আছল ১/২৩; আলইখতিয়ার ১/৬৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৩; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৫৫; রদ্দুল মুহতার ১/১৮৩
-এএ