সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ডলার ব্যবসা ও হুন্ডি ব্যবসার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লুৎফুর রহমান ফরায়েজী।।

প্রশ্ন: আমার জানার বিষয় হচ্ছে, ডলার (অর্থাৎ যে ডলার দিয়ে আন্তর্জাতিক কল করা হয়) এর ব্যবসা অর্থাৎ ক্রয়-বিক্রয় জায়েয আছে কিনা? বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যাবে কিনা?

উত্তর: এক রাষ্ট্রীয় ডলার অন্য দেশীয় মুদ্রা বা কোন বস্তুর বিনিময়ে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে। এক দেশীয় কারেন্সীর বিনিময়ে অন্য দেশীয় কারেন্সী বিক্রি বৈধতার জন্য শুধু এতটুকু শর্ত যে, লেনদেনের মাঝে অন্তত একটি পক্ষের পণ্য নগদ হতে হবে। অন্য পক্ষেরটি বাকি হলেও লেনদেন বৈধ হবে।

উভয় পক্ষ থেকেই বাকিতে বিভিন্ন দেশীয় কারেন্সী পরস্পর ক্রয়বিক্রয় বৈধ নয়। অন্তত এক পক্ষ থেকে নগদ হওয়া আবশ্যক।

إن الأورار النقدية ثمن عرفى ليست ثمنا حقيقيا، والربا يجرى فى الثمن الخلقى الذاتى إذ فى الأوراق النقدية من مختلف الدولة ينفى القدر والجنس، أما الجنس فظاهر لاختلاف الدولة، وأما القدر لأنها ليست من جنس الأثمان الخلقية بل عرفية، فيجوز التفاضر والنسيئة إلا أن القبض على أحد البدلين ضرورى لئلا يقع فى بيع الكالى بالكالى (التبيان فى زكاة الأثمان-4\59)

فى المستدرك للحاكم- عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ بَيْعِ الْكَالِئِ بِالْكَالِئِ» (مستدرك على الصحيحين-2/65-66، رقم-2342، شرح معانى الآثار، رقم-5554، سنن الدرقطنى، رقم-3060

হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো জায়েজ আছে। তবে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় তা পরিহার করাই উত্তম। তবে টাকা পাঠানো শরয়ী দৃষ্টিকোণ থেকে জায়েজ।

إن معظم الأوراق المالية التى يتعامل بها الناس اليوم حكم التعامل بها حكم الحوالة، (تكملة فتح الملهم-1/514

وَكَرِهْت السَّفْتَجَةُ) بِضَمِّ السِّينِ وَتُفْتَحُ وَفَتْحِ التَّاءِ، وَهِيَ إقْرَاضٌ لِسُقُوطِ خَطَرِ الطَّرِيقِ،

وفى رد المحتار: وَصُورَتُهَا أَنْ يَدْفَعَ إلَى تَاجِرٍ مَالًا قَرْضًا لِيَدْفَعَهُ إلَى صَدِيقِهِ، وَإِنَّمَا يَدْفَعُهُ قَرْضًا لَا أَمَانَةً لِيَسْتَفِيدَ بِهِ سُقُوطَ خَطَرِ الطَّرِيقِ (الدر المختار مع الشامى، كتاب الحوالة، مطلب فى المسفتجة وهى البوليصة-8/17

لان طاعة الإمام فيما ليس بمعصية فرض، (الدر المختار مع الشامى-6/416

وفى الشامية: طاعة الإمام فيما ليس بمعصة واجبة، (رد المحتار-3/53

লেখক: পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা। উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ