আওয়ার ইসলাম ডেস্ক: নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে মাথাব্যথা নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারণ আওয়ামী লীগ সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনে বিএনপি যাবে না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন করা। কিন্তু বর্তমান সরকার সে ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার (ব্যবস্থা) সরিয়ে দিয়েছে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। নির্বাচন কমিশন নিয়ে আমাদের কেন মাথাব্যথা নেই, কারণ আওয়ামী লীগ সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনে বিএনপি যাবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশন নয়, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’
এনটি