সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন

শেষের দিকে মাহে রজব: যে আমলগুলো করা প্রয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী।।

ইসলামি শিক্ষা অনুযায়ী মাসের সংখ্যা বারটি। তার মধ্যে ৪ টি মাস যিলক্বাদ, যিলহজ, মুহাররাম এবং রজব অত্যন্ত বিনয়ী এবং শ্রদ্ধাশীল এবং সম্মানজনক মাস।

রজব মাস ইসলামি বছরের সপ্তম মাস। এ পবিত্র মাসের বড় ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি রজবের প্রথম রাতে মহান আল্লাহ তায়ালার স্মরণে জেগে উঠবে, সে তখন মরবে না, যখন সকলের অন্তর মরে যাবে এবং আল্লাহ তাকে অসংখ্য নেক আমল দান করবেন।
এবং সে তার গুনাহ থেকে এমনভাবে মুক্ত হবে যেন সে আজ তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, এবং সে এমন ব্যক্তির জন্য শুপারিশ করতে পারবে যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত।

মহানবি সা. বলেছেন, রজব আল্লাহর মাস, শাবান আমার মাস এবং রমজান আমার উম্মতের মাস। রাসুলুল্লাহ সা. বলেছেন, জান্নাতের একটি নহরের নাম রজব, যার পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি।

আর এই খালের পানি তাদের জন্য প্রবাহিত হয় যারা রজবে অন্তত একদিন রোজা রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রজবের ২৭ তারিখ রোজা রাখবে তাকে ৬০ মাস রোজা রাখার সওয়াব দেওয়া হবে।
এটিই প্রথম দিন যেদিন হজরত জিবরাইল আ. মহানবি সা. -এর জন্য আল্লাহর বাণী নিয়ে অবতীর্ণ হন।

একই মাসে মহানবি সা. মেরাজ লাভ করেন। হজরত আনাস রা. থেকে বর্ণিত যে, মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি রজব (নিষিদ্ধ মাসে) তিনটি রোজা পালন করে তার জন্য নয় বছরের ইবাদতের সওয়াব লেখা হয়।

হজরত আব্দুল আযীয বিন সাঈদ শামী তার পিতামাতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: রজব মাস আল্লাহ তাআলার পবিত্র মাস।

যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে সে সারা মাস রোজা রাখার সওয়াব পাবে। যে ব্যক্তি সাত দিন রোজা রাখবে, আল্লাহ তার জন্য জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দেবেন, যে আট দিন রোজা রাখবে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে।
আর যে দশ দিন রোজা রাখবে, তাকে আসমান থেকে একজন প্রচারক ডেকে বলবেন: (মোবারকবাদ) আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, কাজেই তুমি আবার কাজ শুরু করো।

এবং যে যত বেশি রাখবে,সে তত বেশি গুণাবলী এবং পরিপূর্ণতা পাবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: রজব মাসের প্রথম দিনে রোজা রাখা ত্রিশ বছরের (গুনাহের) কাফফারা।

দ্বিতীয় দিনে রোজা রাখলে দুই বছরের কাফফারা হয়। আর তৃতীয় দিনে রোজা রাখা এক বছরের (গুনাহর) কাফফারা। হযরত মুকাতিল থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন কাফ পর্বতের পেছনের মাটি মসৃণ রূপার মতো সাদা ও চকচকে। এটি পৃথিবীর থেকে সাত গুণ বড় এবং এতে অনেক ফেরেশতা রয়েছে, সেখানে সুচ পড়লেও সুচ সেখানে পড়ার জায়গা পাবে না কারণ সমগ্র পৃথিবী ফেরেশতা দ্বারা পরিপূর্ণ।এই সমস্ত ফেরেশতাদের হাতে একটি পতাকা যার উপর কালিমা লেখা আছে।

রজব মাসের প্রতি রাতে ফেরেশতারা পাহাড়ের চারপাশে সমবেত হন এবং মহানবী (সা.)-এর উম্মতের নিরাপত্তার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

হে আমাদের রব, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মতের প্রতি রহম করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শাস্তি দিয়েননা।

তারপর তারা কাঁদতে থাকে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যতক্ষণ না আল্লাহ তায়ালা বলেন: তোমরা কী চাও? তারা বলেন যে, আমরা হযরত মুহাম্মদ সা. এর উম্মতকে ক্ষমা করতে চাই।

তখন আল্লাহ তাদেরকে বলেনঃ আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। হজরত সোবান রা. বর্ণনা করেন যে, আমি মহানবী (সা.)-এর সাথে একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম।

হুজুর সা. কবরস্থানে দাঁড়িয়ে কাঁদলেন, তারপর দোয়া করলেন, আমি কান্নার কারণ জিজ্ঞেস করলাম তিনি বললেন যে এখানে পুরুষদের উপর আযাব দেওয়া হচ্ছে, তাই আমি প্রার্থনা করলাম এবং আল্লাহ তায়ালা তাদের আযাব কমিয়ে দিলেন।

অতপর তিনি বলেন যে, মানুষ যদি রজবে একদিন রোজা রাখত এবং রাতে না ঘুমাতো তাহলে কবরে আযাব হতো না।
তিনি আরও বলেন, যে মুসলমান রজব মাসে একদিন রোজা রাখে এবং এক রাত জেগে থাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক বছরের রোজা ও এক বছরের রাত্রি জাগরণের সওয়াব লিখে দেন।

রজব আল মারজাব মাসের অসংখ্য ফজিলত হাদিস শরিফে বর্ণিত হয়েছে যেমনটি আপনি উপরোক্ত হাদীসে দেখেছেন।
এই মাসে যতটা সম্ভব বেশীর থেকে বেশী নবী কারীম সা. এর উপর দরুদ পাক পাঠ করুন। এবং রাতে, নিশ্চিত করুন যে আপনি কাযা-ই-উমরি, নফল নামাজ এবং বেশী বেশী কুরআন তিলাওয়াত করুন।

আর এই বরকতময় মাসের ২৭তম দিন মেরাজের রাতে রাত্রি জাগরণ করুন, দিনে উপবাস থাকুন। নিজের চিন্তা ফিকিরকে শুদ্ধ করুন এবং ঘৃণা, হিংসা, শত্রুতা, পরচর্চা (চোগলখোরী , গীবত করা, মিথ্যা বলা এসব গুনাহ থেকে নিজেকে বিরত রাখুন।

লটারি, জুয়া, ফালতু কার্যকলাপ কঠিনভাবে এড়িয়ে চলুন যাতে আপনি আসন্ন শাবান-উল-মুআযযাম মাসে এসবের প্রতি মনোযোগ না দেন।
বরং আল্লাহর ইবাদতে পরিপূর্ণভাবে মগ্ন থাকুন।

আর আমরা দোআ করি যখন আমাদের উপর রহমত, ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির মাস আসে, তখন আমরা আমাদের প্রভু ও সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে সারারাত দিন কাটাতে পারি। সূত্র: রোজনামা শাহারা ডটকম

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ