সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রাসুল সা. এর রওজার মিহরাব সম্পর্কে যে তথ্যগুলো আমরা জানি না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী।। মেহরাবে নববি হল মসজিদে নববির ছয়টি মিহরাবের একটি। এই মিহরাবটি রওজায়ে রসূলের ভিতরে অবস্থিত।

এ প্রসঙ্গে ইসলামিক প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক, শাহ সৌদ বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্যুরিজম অ্যান্ড আর্কিওলজি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটির ভাইস ডিন ডক্টর মুহাম্মদ আল-সুবাই আল-আরাবিয়া ডটনেটকে বলেন যে মিহরাব-ই-নববী সেই জায়গা।

যেখানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিবলা হস্তান্তরের পূর্বে নামায পড়তেন। যেখানে আয়েশা রা. এর ঘরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ডজন ফরয নামায আদায় করেছেন।

অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের দিকে অগ্রসর হয়ে নিজের নামাজের স্থান বানিয়ে নিলেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে কোনো মিহরাব নির্মিত হয়নি কিন্তু তার মৃত্যুর পর সেখানে একটি প্রতীক তৈরি করা হয় যার উদ্দেশ্য ছিল এটা দেখানো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ স্থানে নামায পড়তেন।

এই স্থানটিকে মুখলাক্বা নামে নামকরণ করা হয়েছিল। আহলে এলমের নামাজের স্থান। তার জ্ঞান সম্পর্কে ক্রমাগত তথ্য অর্জনে আগ্রহ দেখিয়েছেন পণ্ডিতগণ একমত যে এর আগে বা পরে কোন পরিবর্তন করা হয়নি।

ডক্টর আল-সুবাই বলেন, সময়ের সাথে সাথে রাসুল সা. এর মিহরাবের স্থানটি একটি ছোট ডোবা পুলের রূপ নেয়। এটি মসজিদে ইমামরা যেখানে ইমামতি করেন তার প্রায় এক হাত নীচে।

তিনি বললেন, কিছু ইসলামী সূত্র ইঙ্গিত করে এই মিহরাব তৈরিতে ছুতারেরা দারুণ দক্ষতা দেখিয়েছিলেন। এর ভিতরে ইমামের মুখের দিকে বিসমিল্লাহ শরীফ এবং তারপর আয়াতুল কুরসি এবং মিহরাবের অধ্যায়ে বিসমিল্লাহির রাহমানির রাহীম লেখা আছে।

ডক্টর মুহাম্মদ আল-সুবাই বলেছেন যে সূত্র জানায় যে মিহরাবটি নীল রঙে আঁকা হয়েছিল। এবং এটি সোনার জল দিয়ে সুরক্ষিত ছিল, যা এটি দেখতে আরও আকর্ষণীয় করে তুলেছিল। মিহরাবের ভিতরে একটি সূক্ষ্ম রেশমী গিলাফ রয়েছে।

মিহরাবের উপরে, ডান ও বামে, রওজা শরীফের সাথে সকেট তৈরি করা হয়েছিল যার উপর মোমবাতি স্থাপন করা হয়েছিল এবং রাতে জ্বালানো হত।

তিনি আরও বলেন, মনে হয় মিহরাবটি ৬৫৪ হিজরিতে প্রথম বার মসজিদ অগ্নিকাণ্ডের ট্র্যাজেডির পর নির্মিত হয়েছিল। সম্ভবত সুলতান জাহির বেবার্সের শাসনামলে মিহরাবটি নির্মিত হয়েছিল কারণ সুলতান বেবার্স নবীর মসজিদ সম্প্রসারণে অসাধারণ আগ্রহ দেখিয়েছিলেন।

অত্যন্ত প্রস্তুত মিহরাবটি ৬৬৬ হিজরিতে মসজিদে নববীতে পাঠানো হয়েছিল কারণ এটি অসম্ভাব্য যে মিহরাব ছাড়া মিম্বরটি নির্মিত হয়েছিল।
তিনি উল্লেখ করেন, ৮৮৬ হিজরিতে মসজিদে নববীতে দ্বিতীয় অগ্নিকাণ্ড পর্যন্ত এই মিহরাবটি দাঁড়িয়ে ছিল। এরপর সুলতান আশরাফ কায়েতবাই আরেকটি মিহরাব নির্মাণের নির্দেশ দেন।

নতুন মেহরাব সুন্দর রঙিন মার্বেল দিয়ে তৈরি। এটি দেখতে প্রথম মিহরাবের চেয়েও বেশি সুন্দর। আশরাফ কায়েতবাই কর্তৃক নির্মিত মেহরাবটি যুগ যুগ ধরে বিদ্যমান রয়েছে।

অনেক সংস্কার হয়েছে। এটি শিলালিপি এবং সজ্জা বজায় রাখে যার অধিকাংশই মামলুক স্টাইলের লেখা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ